গৌরনদী
উজিরপুরে পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা কদমতলা গ্রামে গত রবিবার গভীর রাতে উজিরপুর মডেল থানা পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ একটি পাইপগান ও ২রাউন্ড গুলি এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা কদমতলা গ্রামে একদল ডাকাত ওই গ্রামে ডাকাতির পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। রবিবার রাত একটার দিকে উজিরপুর মডেল থানার পরিদর্শক(তদন্ত) মো. ইকবাল হোসেন একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। পুলিশের টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ পাল্ট গুলি চালালে পুলিশের সঙ্গে ডাকাতের আধা ঘন্টা বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটতে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য, উজিরপুরের হারতা মৎস্য আড়তে ডাকাতিতে যুক্ত ও গৌরনদী উপজেলার মিয়ারচরের এনছার আলী প্যাদার পুত্র জহিরুল প্যাদা ওরফে ডাকাত জহির’কে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি পাইপগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি রামদা, একটি ছ্যানা ও ৪টি ককটেল বোমা উদ্ধার করে। ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে থেমে থেমে পুলিশের ১৫ রাউ- গুলি ব্যায় হয়।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত জহিরুল সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও হারতা বাজারে মৎস্য আড়তে ডাকাতির মুলহোতা । তার বিরুদ্বে উজিরপুর ও পার্শবর্তি থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে । তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে পুলিশের। বন্দুকযদ্ধের ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক(এস,আই) মো. হািবুর রহমান, তৌহিদুজ্জামান ও মো. লুৎফর রহমান বাদি হয়ে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেছে।