গৌরনদী
গৌরনদীতে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় ছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্র ইমন সিকদার (১৪) পরীক্ষার রেজাল্ট খারাপ করায় অভিভাবকের গালমন্দে অভিমান করে গত শুক্রবার রাতে আত্মহত্যা করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের দিনমজুর কালু সিকদারের পুত্র ও মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্র ইমন সিকদার (১৪) বার্ষিক পরীক্ষায় ফলফরা খারাপ করে। ফলাফল খাবার করার বিষয়টি জানতে পারার পর তার বাবা দিনমজুর কালু সিকদার ইমনকে গালমন্দ করেন। কালু সিকদার জানান, শুক্রবার সন্ধ্যার পরে ইমন নিজ ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা জানান, তারা ইমনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।