গৌরনদী
গৌরনদীতে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, ছাত্রীর সাহসীকতায় পালিয়ে গেল বখাটেরা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরে গতকাল রবিবার সকালে গৌরনদী গার্লস স্কুল এ্যা- কলেজের দশম শ্রেনির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে কতিপয় বখাটেরা। পরে স্কুল ছাত্রী চিৎকার দিয়ে নিজেই বখাটেদের ধাওয়া করে প্রায় আধা কিলোমিটর তাড়িয়ে নিয়ে ধরে ফেলে। এক পর্যায়ে ছুটে বখাটে পালিয়ে যায়। গতকাল এ ঘটনায় স্কুল ছাত্রী নিজেই নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলা সদরের ইসলামি ফাউ-েশনের এক কর্মকর্তার কন্যা ও গৌরনদী গালর্স স্কুল এ্যা- কলেজের দশম শ্রেনির ছাত্রী (১৫) স্কুলে ও প্রাইভেট পড়তে আসা যাওয়ার পথে উপজেলা সদরের উত্তর বিজয়পুর গ্রামের মোতালেব সরদারের পুত্র সাকিব (১৫), মৃত খোকন মিয়ার পুত্র শাহী (১৬), উত্তর পালরদি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রিফাত (১৪)তাদের সহযোগী বখাটে কালো সিয়াম, তামিম, হৃদয়, ইসমাইলসহ ৮/১০ জন বখাটে গত তিন মাস ধরে উত্যাক্ত করে আসছিল।
স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে বখাটেরা প্রায়ই তার পথরোধ করে অশ্লীল ও অশালীন কথাবার্তা বলে উত্যক্ত ও যৌন হয়রানী করে। আমরা প্রতিবাদ করলে বিভিন্ন্ ধরনের হুমকি দেয়। স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, গতকাল রবিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সকাল সোয়া ৮টায় আল হেলাল স্কুলের সামনে পৌছলে বখাটে সাকিব ও ইসমাইল পথরোধ করে আমাকে অশ্লীল কথা বলে। আমি এ প্রতিবাদ করলে বখাটে সাকিব আমার চুল টেনে শ্লীলতাহানি করেছে। এক পর্যায়ে আমি চিৎকার দিয়ে বখাটেদের ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মোশারফ হোসেন, মেরাজ হোসেন খান, ইজিবাইক চালক সমিতির লাইন সেক্রেটারী মো. বাবু জানান, একটি মেয়ে কণ্ঠের চিৎকার শুনে আমরা দেখি একটি মেয়ে ধর ধর করে দুই বখাটেকে ধাওয়া করছে। আমরা স্কুল ছাত্রীর সঙ্গে ধাওয়া করি। প্রায় কোয়াটার কিলো মিটার ধাওয়া করার পর বখাটেরা গলির মধ্যে ঢুকে পালিয়ে যায়। তারা বলেন, স্কুল ছাত্রীটি অসম সাহস নিয়ে বখাটেদের ধাওয়া করে ধরে ফেলেছিল কিন্তু রাখতে পারেনি। ওই স্কুল ছাত্রীর মত সকল মেয়েরা সাহসী হলে বখাটে নির্মূল সহজ হতো।
এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে স্কুল ছাত্রী নিজেই গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও মো. মাহবুব আলম ও গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। স্কুল ছাত্রীর মা বলেন, ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে রয়েছি। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য থানাকে নির্দেশ দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।