বরিশাল
“ভোট দিতে না আসলে ঠেঁকা থাকবেন”
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ একসময়ের সর্বহারা অধুষ্যিত রক্তাক্ত জনপদে শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের কাছে দাবি রেখে নৌকার প্রার্থী সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক বলেন, ভোট একটি পবিত্র আমানত। এ আমানতকে খেয়ানত করা যাবেনা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আগামি ২২ মার্চ ভোট কেন্দ্রে স্ব-শরীরে হাজির হয়ে আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যারা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন না তারা সৃষ্টিকর্তার কাছে ঠেঁকা থাকবেন।
বুধবার দিবাগত রাতে নৌকা মার্কার সমর্থনে জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের আট নং ওয়ার্ডের বাহ্ম্রনদিয়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম খালেদ হোসেন স্বপন। ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউসুব হোসেন খানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার ইউনিয়ন শাখার সভাপতি আনিচুর রহমান হিমু, যুব সংহতি নেতা কবির হাওলাদার, সমাজ সেবক সানাউল হক মিয়া, আলিম মোল¬া, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা উপেন চন্দ্র মন্ডল প্রমুখ।