গৌরনদী
গৌরনদীতে স্মরনিকার মোড়ক উন্মচন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী জি,এম, যুব সাহিত্য সমাজের আত্মপ্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরনিকা “বিকশিত” ২০১৬ মোড়ক উম্মচন অনুষ্ঠান শনিবার বিকেলে গৌরনদী কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সামরনিকার সম্পাদক ও সংগঠনের সভাপতি এফ,এ,এম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, রিপোর্টাসর্ ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিসুর রহমান, বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, আগৈলঝাড়া২৪ ডটকমের সম্পাদক পপলু খান, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের কবি ঝরনা দাস লাবনী, চায়না দেবনাথ, গৌরনদী ডটকমের সহ-সম্পাদক এইচ,এম, সুমন, জি,এম, সাহিত্য সমাজের উপদেষ্টা সেলিমা বেগম, উপদেষ্টা ডাঃ নরুল আনোয়ার, মোঃ ছিবরুল আছরাব হেমায়েত, সাংবাদিক রাজীব হোসেন খান, দুলাল ফকির। বক্তব্য রাখেন জি,এম যুব সাহিত্য সমাজের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ হাবিুল্লাহ মল্লিক, যুগ্ম সম্পাদক মোঃ সুজন সদস্য সৈয়দ খালেকুজ্জামান, লেখক কাজী জি,কে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিস্ট কন্ঠ শিল্পী আল-আমিন।