গৌরনদী
জাতীয় সমবায় দিবস ২০১৬ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় সমবায় দিবস ২০১৬ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে বর্নাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, পৌর কাউন্সিলর আইরিন আক্তার শিল্পী, গৌরনদী প্রাথমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি টি,এম, আলতাফ হোসেন, গৌরনদী রির্পোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ বাদশা ফকির, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, গৌরনদী আদর্শ বহুমুখি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উদ্দিপন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্রদীপ সরকার, । অনুষ্ঠাানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা সমবায় অফিসার এস,এম,ফরিদ হোসেন প্রমূখ।