গৌরনদী
গৌরনদীর মাহিলাড়া ডিগ্রী কলেজে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রী কলেজের ডিবেট ক্লাবের উদ্যোগে কলেজ মিলনায়তনে গতকাল সোমবার সকালে ছায়া সংসদে “গনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক প্রতিরোধ আইনের কার্যকর ব্যবহার করে মাদকের বিশাক্ত সোবলে অবধারিত ধংসের হাত থেকে যুব ও তরুন সমাজকে রক্ষা করার জন্য সরকার সচেষ্ট” বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগীতায় স্পীকারের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ মো. ফিরোজ ফোরকান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন। বিতর্ক প্রতিযোগীতায় বিচারক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র ম-ল, আনিসুর রহমান, গনেশ চন্দ্র ম-ল। পর্যবেক্ষক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান। নির্ধারিত বিষয়ে সরকারি দলে ছিলেন একাদশ শ্রেনির শিক্ষার্থী হালিমা মাতুব্বর, ফখরুল আবেদীন তানভীর, সুরাইয়া আক্তার, বিরোধী দলে ছিলেন শিকদার মিনহাজুল, কানিজ ফাতিমা, মো. শাফায়েত হোসেন। অনুষ্ঠানে দর্শক হিসেবে কলেজের প্রায় ৬ শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি দলকে বিজয়ী ঘোষনা করা হয়।