গৌরনদী
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানসহ যুবলীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সৈকত গুহ পিকলুসহ ১০ দশের নাম উল্লেখ করে ৪০ যুবলীগ নেতাকর্মির বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে। বাড়িতে হামলা,ভাঙচুর ও ও লুটপাটে অভিযোগে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমা-ার (সাংগঠনিক)র আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় এজাহারভূক্ত আসামিরা হলো- ইউপি চেয়াম্যানের ছোট ভাই উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ (৩৫), মাহিলাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল মামুন (৩২), ইউনিয়ন যুবলীগের আঃ ছত্তার রাঢ়ী (৩৫), এস্কান্দার রাঢ়ী (৪০), মানিক সরদার (২৫), ইউনিয়ন ছাত্রলীগের সহ-প্রচার সম্পাদক অভি রাঢ়ী (২২), ছাত্রলীগ কর্মী বেল্লাল খান (২৮), ইউনিয়ন আ’লীগ কার্যনির্বাহী সদস্য গোলাম ফারুক সরদার (৫৫), আঃ জলিল রাঢ়ী (৪০)।
বৃহস্পতিবার আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে এজাহারভূক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। গতকাল রবিবার আদেশ থানায় পৌছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সৈকত গুহর নেতৃত্বে উল্লেখিত আসামিসহ আরো ২৫/৩০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী আসামিরা দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হয়ে বাদির বাড়িতে হামলা চালায়। আসামি হাসান আল মামুন চাপাতি দিয়ে বাদির ছেলে রাসেল হোসেনকে কুপিয়ে জখম করেছে। এ সময় রাসেলকে রক্ষায় তার অন্তঃসত্বা স্ত্রী (রাসেলের) রুকাইয়া বেগম এগিয়ে আসলে ইউপি চেয়ারম্যান পিকলু তলপেটে লাথি মেরে আহত করে। অন্যান্য আসামিরা ঘরে ঢুকে মালপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আসামি গোলাম ফারুক সরদার বাদির ঘরের আলমিরা ভেঙ্গে সোয়া লাখ টাকা লুট করে নিয়ে যায়।
লাথির আঘাতে পুত্রবধু রুকাইয়া বেগম অসুস্থ হয়ে পড়লে ৯ অক্টোবর বিকালে গৃহবধুকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপাচারে রুকাইয়া একটি পুত্র সন্তানের জন্ম দিলে আসামিদের আঘাত জনিত কারণে নবজাতক মৃত্যু বরন করে বলে মামলায় বিবরনে উল্লেখ করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আদালতের নির্দ্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।