গৌরনদী
উজিরপুরে ইউপি নির্বাচন ॥ প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিলেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের স্থগিত হওয়া তিনটি ভোট কেন্দ্রের নির্বাচন ৩১ অক্টোবর। গতকাল শনিবার দুপুরে গুঠিয়া সার্কিট হাউজে সংবাদ সম্মেলন উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি লিখিত বক্তব্যে দলীয় চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মাষ্টার বলেন, গত ২৮ মে নির্বাচনের দিন গুঠিয়া ইউনিয়নের দশটি ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থীর প্রার্থীর পক্ষে গনজোয়ার ও বিএনপির বিজয় নিশ্চিত দেখে সরকার দলীয় প্রার্থী ও সমর্থকরা দিশেহারা হয়ে পড়েন। এবং নির্বাচন বানচালের জন্য তিনটি কেন্দ্রে বোমাবাজি ও সন্ত্রাস সৃষ্টি করে অহেতুক নির্বাচন স্থগিত করেন। সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে শেষ হওয়া ৭টি ভোট কেন্দ্রের ভোট গননায় ক্ষমতাসীন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের চেয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাহিন হাওলাদার ৩শত ৩৬ ভোটে এগিয়ে থাকেন। নির্বাচন অফিস স্থগিত ভোট কেন্দ্র ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামি ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষনা করেন।
লিখিত বক্তব্যে বিএনপির সভাপতি অভিযোগ করেন, স্থগিত ভোট কেন্দ্রে নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে ক্ষমতাসীন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে নিজেরাই বোমা ফাটিয়ে সন্ত্রাস সৃষ্ঠি করে বিএনপির নেতাকর্মি ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানী করেছে। এ ছাড়া প্রচারনায় বাধা, গ্রেপ্তারের হুমকি দেন। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় বিএনপির প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালাচ্ছে ও হত্যার হুমকি দিচ্ছে। আওয়ামীলী সন্ত্রাসী ও পুলিশ প্রশাসনের অব্যাহত হুমকির মুখে বিএনপির প্রার্থী তার সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর প্রর্থীতা প্রত্যাহার করা হইল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহিন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মজিদ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেদের ভরাডুবি নিশ্চিত জেনে মিথ্যা অভিযোগে এনে বিএনপি প্রার্থীতা প্রত্যাহার করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, বিএনিপ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে। কোন সত্যতা নাই।
উলে¬খ্য, গুঠিয়া ইউনিয়নের দশটি ভোট কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৮৩ জন। এরমধ্যে স্থগিত হওয়া তিনটি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৭১ জন।