গৌরনদী
অগৈলঝাড়ায় সংশোধন করতে সহদরকে থানায় সোপর্দ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চুরির দায়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রতœপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামের এক বড় ভাই তার ছোট ভাইকে লোহার শিকলে বেধে গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় সোপর্দ করেছে ।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) মু.এনামুল হাসান জানান, ২০০৬ সালে আগৈলঝাড়ায় উপজেলার রতœপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামের দরিদ্র জাহাঙ্গীর তালুকদার দুই পুত্র ও এক কন্যাকে রেখে মারা যান। কিছুদিন পরে তার স্ত্রীও মারা যান। বাবা মায়ের মৃত্যুর পরে বড় ভাই আল আমিন তালুকদার ছোট ভাই আরিফুল তালুকদার ও বোন রাবেয়া লালন পালন করেন। দারিদ্রতার কারনে কিছুদিন আগে শিক্ষাবঞ্চিত আরিফুল তালুকদার(১৫)কে অন্যের বাড়িতে কাজে দেয়া হয়।
বড় ভাই আল আমিন জানান, অন্যের বাড়িতে কাজে থাকা অবস্থায় আরিফুল ঘরের মালামাল চুরি করে বিক্রি করে থাকে। যে কারনে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরবর্তিতে আরিফুল গ্রামের মধ্যে নিয়মিতভাবে চুরি শুরু করলে তাকে শিকল দিয়ে বেঁধে এক মাস ঘরে আটকে রাখা হয়। অতি সম্প্রতি ছেড়ে দেওয়ার পরে পুনরায় চুরি শুরু করেন। অবশেষে সংশোধনের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে আরিফুলকে শিকল দিয়ে বেঁধে আগৈলঝাড়া থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) মু.এনামুল হাসান বলেন, আরিফুল তালুকদারে সারা দিন আটকে রাখার পর চুরি করার অপরাধের কথা স্বীকার করে ভাল হওয়ার জন্য একটি সুযোগ চান। তাই তাকে সংশোধনের সুযোগ দিয়ে বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।