গৌরনদী
গৌরনদীতে ট্রাক মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ, দুই মাহেন্দ্র যাত্রী নিহত, আহত-৭
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্রোল পাম্পের উত্তর পাশে গতকাল মঙ্গলবার সকাল পোনে ১১টায় ট্রাক চাপায় দুই মাহেন্দ্র যাত্রী নহত ও ৭ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মগে পাঠিয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ অধীর কুমার হালদার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রাক খুলনা মেট্রো-ট-১১-১০১২ গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্রোল পাম্পের উত্তর পাশে পৌছলে সকাল পোনে ১১টায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টো পাশে (রং সাইটে) গিয়ে বাটাজোর থেকে ছেড়ে আসা গৌরনদী বাসষ্টা-গামী একটি মাহেন্দ্র (বরিশাল-ঠ-১১-০৭৫)কে চাপা দিলে ঘটনাস্থলেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের ইউনুস সরদারের পুত্র সজুন সরদার(৩০) ও পৌর এলাকার টরকী মহল্লার সাধু ম-লের পুত্র সুমন ম-ল (৩২) মারা যান।
প্রত্যক্ষদর্শী মাহেন্দ্র যাত্রী সিরাজুল ইসলাম(৪২) জানান, তারা ১০ জন যাত্রী বাটাজোর থেকে গৌরনদী বাসষ্টা- আসছিলেন পথিমধ্যে আশোকাঠী পেট্রোল পাম্পের উত্তর পাশে পৌছলে ঘাতক ট্রাকটি রং সাইটে গিয়ে মাহেন্দ্রকে চাপা দেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন জানান, দুইজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত সেন্টু ম-ল(৪০), মানিক সরদার(৪৫), খোকন (৩৫)কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেন্টু ম-লের স্ত্রী সঞ্জিতা রানী(২৫), পুত্র পার্থ (২), জয়নাল আবেদীন(৬০), জানে আলম (৭০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, থানায় মামলা দায়েরের পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।