গৌরনদী
আগৈলঝাড়ায় ভাবীকে ধর্ষণ চেষ্টা মামলায় দেবর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার নাগিরপাড় গ্রামে একাকি ঘরে ধর্ষনের চেস্টা চালায় দেবর বিধান(৪০)। এ ঘটনায় ভাবির দায়ের করা মামলায় পুলিশ দেবর বিধান ঘারামী(৪০)কে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের দুই শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন এক গৃহবধূ। স্বামীর অনুপস্থিতিতে একই বাড়ির লাল মোহন ঘরামীর পুত্র ও গৃহবধূর দেবর বিধান ঘরামী (৩৮) প্রায়ই তাকে যৌন হয়রানী ও উত্যক্ত করে অসামাজিক কাজের প্রস্তাব দেয়। গৃহবধূ তা প্রত্যাখান করায় গত শনিবার বিধান ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
গৃহবধূ জানান, রবিবার দুপুর পোনে ১টায় তার চাচাতো দেবর বিধান ঘরামী তার ঘরে এসে তাকে ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণের চেষ্ঠা চালায়। সে বাধা দিলে ধর্ষনে ব্যর্থ হয়ে তার ম্লীলতাহানী ঘটায়। এক পর্যায়ে ডাক চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে এলে বিধান পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার রাতেই গৃহবধূ বাদি হয়ে বিধানকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে বিধান ঘরামীকে গ্রেফতার করে।
গৃহবধূ অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর থেকে বাগধা ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মো. ফারুক বক্তিয়ার ও তার সহযোগী কতিপয় নেতা কর্মিরা মামলা প্রত্যাহারে আমাকে চাপ সৃষ্টিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নেতাদের অব্যাহত হুমকির মুখে গতকাল সোমবার সকালে স্বামীর বাড়ি ছেড়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিধান ঘরামী বলেন, ধর্ষনের চেষ্টা সঠিক নয় বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। হুমকি দেওয়া প্রসঙ্গে বাগধা ইউনিয়ন আওয়ামীঠীগের সভাপতি মো. ফারুক বক্তিয়ারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন, হুমকি দেওয়া তো দুরের কথা এ বিষয়ে আমি কিছুই জানিনা। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এস,আই) মো. আবদুল খালেক বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গতকাল সোমবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।