গৌরনদী
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ ৫ দিনের রিমান্ডে\ এলাকায় ঝুাড়– মিছিল অব্যাহত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হারিছুর রহমানের ফাঁসির দাবিতে ঝাঁড়– মিছিল অব্যাহত রেখেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত আ’লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরনের অভিযোগে চলতি (অক্টোবর) মাসে গৌরনদী থানায় সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বিরুদ্ধে ৬ টি মামলা রুজু হয়েছে। বিএনপির ৬ নেতাকর্মীর দায়ের করা ৬টি মামলাতেই তাকে (হারিছ) প্রধান আসামি করা হয়েছে। ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ৬টি মামলার মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক বদিউজ্জামান মিন্টুর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত বিচারক সারাহ্ ফারজানা হক শুনানি শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদির আইনজীবি হাফিজ আহম্মেদ বাবুল জানান, হারিছের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা রুজু করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিছকে প্রধান আসামি করা হয়েছে।
এদিকে, হারিছুরের গ্রেপ্তারের পর ও রিমান্ডের খবরে দ্বিতীয় দিনেও বুধবার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ হারিছের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে ঝাঁড়– হাতে বিক্ষোভ মিছিল করে।
টরকী বন্দর বনিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারন ব্যবসায়ীরা ঝাড়– হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি টরকী বন্দর রায়পট্রি হয়ে টরকী বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে বনিক সমিতির সম্মুখে পথসভায় বক্তব্য রাখেন টরকী বন্দর বনিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শরীফ সাহাবুব হাসান, সাধারন সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর সহ অন্যান্যরা।