গৌরনদী
২০তম কাউন্সিল উপলক্ষে গৌরনদীতে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কাউন্সিল উপলক্ষে গৌরনদী উপজেলা, পৌর যুবলীগ, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গৌরনদীতে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমাবেশঅনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান ফকির, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ।