গৌরনদী
গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় শনিবার দিবাগত রাত পোনে বারটায় ছিনতাইকারীরা ভ্যান চালক মঞ্জু বেপারীকে (৩৪) কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করার প্রস্তুতি নিয়েছেন।
পুলিশ জানায়, কাসেমাবাদ গ্রামের ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নিয়ে পূর্ব কাসেমাবাদ গ্রামে যান। সেখানে যাত্রী নামিয়ে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে পূর্ব কাসেমাবাদ গ্রামের ইয়ামিন খানের বাড়ির পাশে নির্জন এলঅকায় পৌছলে ওৎ পেতে থাকা একাধিক ছিনতাইকরী তার পথরোধ করে এলোপাতারি কুপিয়ে জখম করে নগত টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ভ্যান চালক ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক মোঃ টিপু সুলতান বলেন, ভ্যান চালককে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


