গৌরনদী
কাসেমাবাদ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাসেমাবাদ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আ.ফ.ম ফরিদ (৫৬) ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লালে…………..রাজেউন)। ওই দিন বাদ আছর কাসেমাবাদ কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, গৌরনদী পৌর সভার মেয়র মোঃ হারিছুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রেীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়া, সাবেক পৌর মেয়র মোঃ নুর আলম হাওলাদার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল জলিল। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।