গৌরনদী
মাহিলাড়া ডিগ্রী কলেজের ডিবেট ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রী কলেজের ডিবেট ক্লাবের বার্ষিক সাধারন সভা গতকাল রবিবার সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ফিরোজ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গনেশ চন্দ্র মন্ডল, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইখতিয়ার হোসেন, প্রভাষক কবি জিনাত জাহান খান, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, ডিবেট ক্লাবের সদস্য ফখরুল আবেদীন তানভীর, তাহমিনা আক্তার প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম মীর। সভায় ডিবেট ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পাশাপাশি আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগীতা ২০১৬ ঘোষনা করা হয়।