গৌরনদী
গৌরনদীতে তথ্য জানার অধিকার দিবসের র্যালী ও সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ”তথ্য পেলে মুক্তি মেলে, সোনার বাংলার স্বপ্ন ফলে” শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, জানাক, এমআরডিআই, মানুষের জন্য ফাউন্ডেশন, এইড ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে সকাল সাড়ে দশটার দিকে র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জানাকের উপজেলা সমন্বয়কারী খোকন আহম্মেদ হীরা, এইড এর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী আব্দুল কাদের। বক্তব্য রাখেন নতুন দিন প্রকল্পের জেলা টিম লিডার মোঃ শাহীন আলম, জানাক সদস্য জাকির হোসেন, সরদার মনিরুজ্জামান, মোহাম্মদ আলী, শ্রীকৃষ্ণ চক্রবর্তী প্রমূখ।