গৌরনদী
আগৈলঝাড়ায় ২২৫ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার- ১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় ২২৫ পিস ইয়াবাসহ চিিহ্নত মাদক ব্যবসায়ী আল আমিনকে আটক করেছে র্যাব- ৮। শনিবার সন্ধ্যায় রাজিহার ইউনিয়নের সীমান্তবর্তী সুতারবাড়ি এলাকা থেকে র্যাব- ৮ এর ডিএডি ইসমাইল করিমের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল মাদারীপুর জেলার ডাসার থানার পশ্চিম নবগ্রামের মো. সিদ্দিক সিকদারের ছেলে এলাকার চিিহ্নত মাদক ব্যবসায়ী আল আমিন (১৯) কে আটক করে। সে দীর্ঘদিন আগৈলঝাড়া-গৌরনদীসহ আশেপাশের এলাকায় পাইকারী ও খুচরা ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুতারবাড়ি এলাকা থেকে তাকে ২২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে রাতে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব- ৮ এর ডিএডি ইসমাইল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২। গতকাল রোববার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।