গৌরনদী
বাল্যবিয়ের আসর থেকে বর-কনেসহ আটক-৪
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রাম থেকে বাল্যবিবাহ সম্পন্ন করার সময় গত শুক্রবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ বর, কনেসহ চার জনকে আটক করেছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের সিরাজ মিয়ার কন্যা নবম শ্রেনির ছাত্রী রিনা আক্তারের সঙ্গে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র মো. রুবেল হোসেন(৩০)র বিয়ে ঠিক করা হয়। উভয় পরিবারের সিদ্বান্তে গত শুক্রবার সন্ধ্যায় কনের বাড়িতে বিয়ের কাজ সম্পন্ন করার জন্য বরসহ উভয় পক্ষের স্বজনরা উপস্থিত হন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থি হয়ে বাল্য বিবাহ সম্পন্ন করার অভিযোগে বিয়ের আসর থেকে বর রুবেল হোসেন, তার পিতা মোজাম্মেল হোসেন, কনে রিনা আক্তার তার পিতা সিরাজ মিয়াকে আটক করেন। পরবর্তীতে উভয় পরিবার বাল্যবিয়ে থেকে বিরত থাকার লিখিত মুচলেকা দিয়ে শুক্রবার গভীর রাতে মুক্তি পান।