গৌরনদী
গৌরনদীর বাটাজোর ও হোসনাবাদ কলেজে “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলার বাটাজোর ও সরিকল ইউনিয়নে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাটাজোর ও সরিকল ইউনিয়নের ১৩টি হাইস্কুল, কলেজ ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় বাটাজোর ইউনিয়নের ৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বাটাজোর অশ্বীনি কুমার মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গৌরনদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এ আলোচনায় অংশ নেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, বাটাজোর অশ্বীনি কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার ঘরামী, বাটাজোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, বাপ্পি সিকদার শিক্ষার্থী প্রমূখ। দুপুর সাড়ে ১২টায় সরিকল ইউনিয়নের ৯টি হাইস্কুল, কলেজ ও দাখিল মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, কলেজের সহকারী অধ্যপক মাওলানা আজিজুর রহমান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি, ফকরুল আবেদীন তানভীর, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম প্রমূখ। বক্তারা সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।