বরিশাল
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। আমেরিকা প্রবাসী যুবদল নেতা অহিদুজ্জামান নিলুর সহযোগীতায় সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাগধা বাজারে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ইব্রাহিম বখতিয়ায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়ন যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান শিকদার, বাগধা ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল হোসেন বখতিয়ার, সদস্য সচিব এটিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আবু বকর ছিদ্দিক, মুরাদ শাহ, বাগধা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, যুবদল নেতা আবু সাইয়েদ বখতিয়ার, ইউনিয়ন ছাত্রদল নেতা হাসিব খান, হৃদয় মিয়া ও সিয়াব আকনসহ প্রমুখ। আলোচনা শেষে এলাকার দুইশত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।