গৌরনদী
স্পন্দনের চিকিৎসা সেবা প্রদান ক্যাম্প ২০১৬র উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের মেধাবী ছাত্র ছাত্রীদের সামাজিক সংগঠন স্পন্দনের উদ্যোগে গতকাল শুক্রবার উজিরপুরের বামরাইল ইউনিয়নে খোলনা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা ক্যাম্প ২০১৬র উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জান্নাতুল এলমা মীম। বক্তব্য রাখেন বামরাইল ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ হোসেন, ডাঃ আয়শা হাবিবা, ডাঃ বাহাউদ্দিন, ডাঃ রাকিব হাসান, প্রমথ ম-ল, লিমন ম-ল, অমিত লাল, সোয়েব তালুকদার তরিকুল ইসলাম, ইমরান, আল আমিন, রাকিবুল্লাহ প্রমূখ। সভাপতি জান্নাতুল এলমা মীম জানান, বাংলাদেশের বিভিন্ন মিডেকেল কলেজ হাসপাতালে ও বিশ্ববিদ্যালয়ে বরিশালের মেধাবী শিক্ষর্থীদের নিয়ে এই সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। গতকাল সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে সাড়ে তিনশত হতদরিদ্র মানুষকে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।