গৌরনদী
ঈদের বাজার নিয়ে অভিমান ॥ গৌরনদীতে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঈদের বাজার নিয়ে স্বামী ও শ^শুর বড়ির লোকজনে গালমন্দ করায় অভিমানে সোমবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের কাতার প্রবাসী রুবেল শিকদারের স্ত্রী শারমিন বেগম (২২) আত্মহত্যা করেছেন। আত্মহত্যার প্ররোচনার ঘটনা উল্লেখ করে শারমিন বেগমের বাবা উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামের জয়নাল বেপারী বাদি হয়ে স্বামী ও শ^শুর-শাশুড়িসহ ৪ জনকে আসামি করে ওইদিন রাতেই গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শ^শুর খোকন শিকদার, শাশুড়ি হালিমা বেগম ওরফে জোৎস্না বেগমকে গ্রেফতার করেছে।
মৃতের বাবা জয়নাল বেপারী জানান, গত ৫ বছর পূর্বে উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের খোকন শিকদারের পুত্র রুবেল শিকদারের সঙ্গে তার কন্যা শারমিন বেগমের সামজিক ভাবে বিয়ে হয়। গত দেড় বছর পূর্বে তার কন্যা শারমিন বেগমকে শ^শুর শাশুড়ির কাছে রেখে মেয়ে জামাতা রুবেল শিকদার চাকুরির জন্য কাতার চলে যায়। কাতার প্রবাসী রুবেল প্রতিমাসে বাড়িতে তার মা-বাবার কাছে টাকা পাঠায়। শারমিন ঈদের কেনাকাটার জন্য গত ১০ সেপ্টেম্বর বিকালে শ^শুর খোকন ও শাশুড়ি জোৎস্না’র কাছে টাকা চাইলে তারা (শ^শুর ও শাশুড়ি) শারমিনকে অশ্লীল ভাষায় গালাগাল করে। অভিমান করে ১১ সেপ্টেম্বর সকালে শারমিন তার (জয়নালের) বাড়িতে চলে আসে। এরপর মেয়েকে তারা ধর্য্য ধরে চলার পরামর্শ দিয়ে গত ১২ সেপ্টেম্বর সকালে লোকদিয়ে স্বামীর বাড়িতে পাঠায়। শারমিন ওইদিন বিকালে তার প্রবাসী স্বামীকে (রুবেলকে) মোবাইল ফোনে এ বিষয়ে বিচার দিলে উল্টো তাকে (শারমিনকে) গালাগাল করে। গত সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে তাকে তার বেয়াই (খোকন) খবর দেয়, শারমিন গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে এবং লাশ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঈদের বাজার নিয়ে স্বামী ও শ^শুর বাড়ির লোকজনের গালাগালসহ মানুষিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার কন্যা শারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জয়নাল বেপালী জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এস.আই মোঃ মতিয়ার রহমান বলেন, ঈদের বাজার নিয়ে কাতার প্রবাসীর স্ত্রী শারমিন বেগমকে স্বামী ও শ^শুর বাড়ির লোকজনে রাগারাগি করলে অভিমান করে সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে শ^শুরের ঘরের বারান্দার রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। টের পেয়ে শ^শুর বাড়ির লোকজনে মুমূর্ষ অবস্থায় শারমিনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে বরিশাল মর্গে পাঠালে সেখানে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। মামলা দায়েরের পরপর অভিযান চালিয়ে থানার দক্ষিণ চাঁদশী গ্রাম থেকে শাশুড়ি হালিমা বেগম ওরফে জোৎস্না বেগম, শ^শুর খোকন শিকাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ওইদিন দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়।