গৌরনদী
গৌরনদীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়ীতা সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ বেগম রোকেয়া দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটরি সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দাকার মনিরুজ্জামান মনির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জু । বক্তব্য রাখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী নারায়ন চন্দ্র প্রমুখ। শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন ক্যাটাগেরিতে মাকসুদা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে নাসরীন সুলতানা, সফল জননী নারী মোসা: লুৎফুন্নেছা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করায় মালা রানী সরকারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।