গৌরনদী
বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে রাতের আধারে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের লোকমান ঘরামীর পুত্র খোকন ঘরামী(৪৫) দীর্ঘদিন যাবত পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চেঙ্গুটিয়া গ্রামের ১শত শতাংশ পুকুরের একটি মাছের ঘেরে বিষ প্রায়োগ করে। এতে ঘেরের ৫ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে। মাছের ঘেরের মালিক খোকন ঘরামী অভিযোগ করেন, ঘেরের লিজ নেওয়ার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।