গৌরনদী
আগৈলঝাড়ায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে যুবদল নেতার হামলা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পূর্বপাড় বাসষ্ট্যান্ডে বাকাল ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল তালুকদারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয়রা যুবদল নেতা কর্মিরা। মসজিদের কমিটি গঠণের বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরন ও স্থানীয়রা জানান, পয়সারহাট পূর্বপাড় বাসষ্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির কমিটি গঠন করার জন্য শুক্রবার জুমাবাদ মসজিদে বৈঠক বসে। এসময় কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকাল ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল তালুকদার(২৮) সঙ্গে বাকাল ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান তালুকদার(৩১)া কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যুবলীগ নেতা জুয়েল তালুকদার অভিযোগ করেন, শুক্রবার দুপুরের এ ঘটনার জের ধরে যুবদলের সভাপতি লুৎফর রহমান তালুকদারের নেতৃত্বে তার সহযোগী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কালাম তালুকদার (৩২)সহ ৫/৬ জন সন্ত্রাসী শুক্রবার রাতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান তালুকদারএন্টারপ্রাইজে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে এবং নগত ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন। হামলা ভাঙচুর ও লুটের অভিযোগসম্পর্কে জানতে চাইলে যুবদল লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের রাজনৈতিক হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জুয়েল তালুকদার বাদি হয়ে গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।