বরিশাল
উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ – শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে শনিবার সকালে উপজেলা মিলনায়তনে জাল ও ছাগল বিতরন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেনন।
উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন রাখেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন। বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউছুব হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার। আলোচনা শেষে ২০ পরিবারের মাঝে ৪০ টি ছাগল ও প্রতি গ্রুপে ৫ জনের মোট ৪০ জনকে বৈধ জাল বিতরণ করেন প্রধান অতিথি।