গৌরনদী
বিদ্যুৎপৃষ্টে গৌরনদী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি,এম, মাহবুব আলম (৫২) গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুৎ পৃষ্টে মারা গেছেন।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গৌরনদী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি,এম, মাহবুব আলম গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করে পৌর সদরে চরগাধাতলী মহল্লায় নিজ বাড়িতে ফিরে আসেন। দুপুর পোনে ৩টায় বাড়ির পানির পাম্পের সংযোগ দিতে যান। এসময় বাড়ির লাইনে বিদ্যুৎ ছিল না। নিজ হাতে তারে সংযোগ দিতে গেলে ওই মুহুর্তে বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎ পৃষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয়রা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আব্দুস সালাম তাকে মৃত ঘোষনা করেন।