গৌরনদী
গৌরনদীতে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রসার গ্রীষ্মকালীন খেলাধূলা, সাতার ও ফুটবল প্রতিযোগীতার পুরস্কার বিতরন গতকাল মঙ্গলবার বিকেলে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গৌরনদী ভারপ্রপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, সহকারী শিক্ষা অফিসার মোঃ সহিদ হোসেন, ওসি মোঃ আলাউদ্দিন মিলন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন ভ’ইয়া, শিক্ষক সমিতির সভাপতি স্বপন ম-ল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোলা- বেপারী। বক্তব্য রাখেন হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, সহকারী প্রধঅন শিক্ষ আব্দুল হামিদ মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মানিক লাল আচার্য্য। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, সাজ্জাত খান আকাশ।