বরিশাল
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোদের জের ধরে সংঘর্ষ বসতঘরে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোদের জেরে হামলা পাল্টা হামলা সংঘর্ষ ও বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের মৃত হারুন সরদারের পুত্র মোঃ সারোয়ার সরদারের (৪৮) সাথে একই মৃত হোসেন আলীর পুত্র গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের (৫০) জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। মোঃ সারোয়ার সরদার গাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে গত ১৯ মার্চ বিরোধপূর্ন জমির গাছ বিক্রি করে দেন। বুধবার (২০ মার্চ) দুপুরে ব্যবসায়ী দেলোয়ার লোকজন নিয়ে গাছ কাটতে গেলে মোঃ গিয়াস উদ্দিন ও তার স্বজনরা গাছ কাটতে বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন । এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
সরোয়ার হোসেন সরদার অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক সম্পতির গাছ আমি বিক্রি করেছি সেই গাছ কাটতে গেলে প্রতিপক্ষ গিয়াস উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে আমাকে মা বেগম (৬০), চাচি মরিয়ম বেগম (৭০), চাচাতো ভাই মিলকে(৩৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে এবং এক পর্যায়ে সন্ত্রাসীরা আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। আমাদের ডাক চিৎকারে গ্রামবাসি ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। এ অভিযোগ অস্বীকার ও পাল্টা অভিযোগ করে মোঃ গিয়াস উদ্দিন বলেন, আমার প্রতিপক্ষ সরোয়ার সরদার আমার রেকর্ডিয় জমির গাছ বিক্রি করে। আমি বাধা দিলে দেশীয় ধারাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ১০/১২ সন্ত্রাসী নিয়ে হামলা করে আমাকে আমার সমর্থক রফিক সরদার (৪২)সহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে। পরবর্তি নিজেদের অপরাধ ঢাকতে সরোয়ার নিজের বসতঘরে নিজেই আগুন দিয়ে আমাদের উপর দায় চাপাচ্ছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় বৃহস্পতিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।