সারাদেশ
উজিরপুরে নিয়ন্ত্রন হারিয়ে চাকলাদার পরিবহন নামে বাস খাদে, নিহত-২, আহত-২৫
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক স্থানে বুধবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামি চাকলাদার পারবহন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ২৫ জন যাত্রী আহত হয়েছ। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, যশোর বেনাপোল- থেকে ছেড়ে আসা বরিশালগামী চাকলাদার পরিবহনের বাস বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডের সন্নিকটে কাসেম হাওলাদারের বাড়ি সামনে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি পাশ্ববর্তি খাদে পানিতে পড়ে যায়। এ সময় বাস চাপায় পথচারী সানুহার গ্রামের বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫) ঘটনাস্থলেই ও অজ্ঞতনামা বাস যাত্রী (৪২) নিহত ২৫ যাত্রী আহত হন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম অব্যহত রেখেছে।