বরিশাল
গৌরনদীতে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিল্পব কুমার চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার পরিমল চন্দ্র হাওলাদার, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বাংলাদেশ মেম্বর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা, প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর মতিন হাওলাদার, কুতুব উদ্দিন, আব্দুর ওহাব মোল্লা, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক বোরহান উদ্দিন, শফিকুল ইসলাম, মহিউদ্দিন মোল্লা প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।