সারাদেশ
গৌরনদীতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধা পুরস্কার বিতরণ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্টান স্কুলের রেকটর প্রানতোষ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্টাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোকলেছুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা বুলবুল দেওয়ান, সমাজ সেবক অমর কৃষ রায়, নিলুফা বেগম, ইতালী প্রবাসী শরীফ মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ রিপন সরদার সহ অন্যান্যরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।