সারাদেশ
আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার মা মাহামুদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাতের স্ত্রী ও উপজেলা ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের মা মাহামুদা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে দিনব্যাপী কোরান খতম ও বরিশাল বিভাগীয় বেবীহোমে দোয়া-মিলাদের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার দুপুরে গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবীহোমে দোয়া-মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা ছাত্রলীগ নেতা মনির সিকদার, মুরাদ হোসেনসহ রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন ও বেবীহোমের শিশুরা উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা হেদায়েত উল্লাহ।