গৌরনদী
গৌরনদী হাসপাতালে সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ অ্যাম্বুলেন্স হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইফ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) আনুষ্টানিক ভাবে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
এ উপলক্ষে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ গৌতমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইফ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল -১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এএসএম শফিউদ্দিন, গৌরনদী পৌর সভার মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহান মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন। শেষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ইএসসি প্রকল্পের অর্থায়নে নতুন অ্যাম্বুলেন্সের চাবি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ গৌতমের হাতে প্রধান অতিথি তুলে দেন।