গৌরনদী
উজিরপুরে আওয়ামীলীগ নেতার অবৈধ স্থপনা গুড়িয়ে দিল প্রশাসন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজার সংলগ্ন স্থানে ঐতিহ্যবাহী কচা নদী দখল করে তা ভরাট করে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বহুতল বিশিষ্ট ভবন নির্মান করে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম ইসমাম বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেন।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ১ নং খতিয়ানের ১৩ নং মৌজার ১১৩২ নং দাগের কচা নদীর তীরে গত জুলাই মাসে অবৈধভাবে দখল ও তা ভরাট করে জমিতে বহুতল ভবন নির্মান শুরু করেন বানরীপাড়া উপজেলা আওয়ামীরীগের সদস্য, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, আব্দুল মান্নান মৃধা অবৈধ স্থাপনা নির্মান শুরু করলে তারা সরকারি নদী দখল করতে নিষেধ করেন কিন্তু অঅওয়ামীলীগ নেতা তা অগ্রাহ্য করে নদী ভরাট শুরু করেন এবং তার উপর স্থাপনা নির্মান কাজ করেন। পরবর্তিতে ওই মাসে এলাকাবাসি নদী ভরাটের বিষয়টি বরিশাল জেলা প্রশাসককে অবহিত করে আব্দুল মান্নান মৃধার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত পূর্বক সত্যতা পাওয়া গেলে অবৈধ স্থপনা উচ্ছেদে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম ইসমামকে নির্দেশ দেন।
উজিরপুর সহকারী কমিশনার (ভূমি ) কার্যালয়ের সার্ভেয়ার মোঃ জালাল উদ্দিন জানান, তদন্তে কচা নদীর তীর দখল, ভরাট ও তাতে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগের সত্যতা পাওয়ার পরে গত ৯ জুলাই উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম ইসমাম অবৈধ দখলদার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধাকে নোটিশ প্রদান করেন। সে নির্দেশ অমান্য করে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা নির্মান কাজ চালিয়ে যান। পেরবর্তিতে তাকে জুলাই মাসের শেষের দিকে পুনরায় নোটিশ প্রদান করা হয়। তাতে বলা হয়, চূড়ান্ত নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে না হলে প্রশাসন উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর পরেও আওয়ামীলীগ নেতা অবৈধ স্থাপনা নির্মান বন্ধ না করে অব্যহতভাবে নির্মান কাজ চালিয়ে যান। উপজেলা সহকারী কমিশনার ভূমি কে. এম ইসমাম বৃহস্পতিবার দিনভর উচ্ছেদ অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ নেতার অবৈধ স্থপনা গুড়িয়ে দেন।
নদী দখল করে অবৈধ স্থপনা নির্মানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামীরীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা বলেন, হারতা মৌজার ১১৩২ নং দাগে ৪ শতাংশ জমি আমি রেকার্ডীও মালিকের কাছ থেকে ক্রয় করে তাতে স্থাপনা নির্মান করেছি কিন্তু সহকারী কমিশনার ভূমি আমাকে নোটিশ প্রদান করলে আমি বিভাগীয় কমিশনার এর কাছে আপিল করি এবং বিভাগীয় কমিশনার আগামী ৯ অক্টোবর আপিলের শুনানি ধার্য করেন। আপিলের বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত সহকারী কমিশনার ভূমি স্থাপনা ভাংতে পারেন না। সহকারী কমিশনার (ভূমি) গায়ের জোরে ভেঙ্গে দিয়েছে। উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম ইসমাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী কচা নদীর শাখা তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দখলদার যত বড় প্রভাবশালী-ক্ষমতাধর হোক না কেন তার বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ আর্থিক জরিমানা করা হবে।