গৌরনদী
আগৈলঝাড়ায় বিএনপির কমিটিতে থাকা আওয়ামীলীগ নেতাদের বহিস্কার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি কর্তৃক সদ্য ঘোষিত গৈলা ও রতœপুর দুটি ইউনিয়ন কমিটিতে দুই আওয়ামীলীগ নেতাকে পদ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রতœপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ^াস ও গৈলা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মনির তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারন সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গের কারনে তাদের দল থেকে প্রাথমিকভাবে বহিস্কার করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা জানান, উপজেলার রতœপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ^াস ও গৈলা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মনির তালুকদারের নাম সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটিতে থাকার পরে আলোড়ন সৃষ্ঠি হয়। এক পর্যায়ে ওই দুই নেতা কমিটিতে থাকার বিষয়টির প্রতিবাদ করে। পরবর্তিতে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে দেখা গেছে উপজেলার রতœপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ^াস ও গৈলা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মনির তালুকদার বিএনপি কমিটিতে অর্ন্তভূক্ত হওয়ার জন্য উপজেলা বিএনপির নেতাদের কাছে পদ চেয়ে আবেদন করে জাতীয় পরিচয়পত্রের কপি ও সিবি জমা দেন। বিএনপিতে পদ চাওয়ার সত্যতা পাওয়ায় দলীয় সিদ্বান্তে তাদের আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
আওয়ামীলীগ নেতা নেতাকর্মী ও আওয়ামীলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব বশির আহম্মেদ গত ২৩ আগষ্ট আগৈলঝাড়ার উপজেলার রাজিহার, বাকাল, গৈলা ও রতœপুর ইউনিয়নের ৪টি আহবায়ক কমিটি ঘোষনা করেন। বিএনপির গৈলা ইউনিয়নের ঘোষিত আহবায়ক কমিটিতে গৈলা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মনির তালুকদারকে ২৪নং সদস্য করা হয়েছে। এছাড়া উপজেলার রতœপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ^াসকে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে। অপর দিকে বাকাল ইউনিয়ন বিএনপির কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ মোসলেম পাইককে। কমিটি ঘোষনার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে তিন আওয়ামীলীগ নেতা বিএনপির কমিটিতে তাদের নাম অর্ন্তভূক্ত করা পদ প্রত্যখান করে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ লিপিতে সুরেশ বিশ্বাস ও মনির তালুকদার বলেন, পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত আমরা আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। আমরা কোন দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। বিএনপির নেতারা অসৎ উদ্যেশ্য নিয়ে বিএনপির কমিটিতে আমাদের নাম অন্তর্ভূক্তি করেছে। এতে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। ভবিষ্যাতে বিএনপি নেতারা এহেন কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও প্রতিবাদ লিপিতে ব্যক্ত করেছেন। তারা আরো বলেন, বিএনপি নেতারা তাদের দল করার মত কোন নেতাকর্মী নেই, বিএনপি এখন দেউলিয়া হয়ে গেছে। তা না হলে আওয়ামীলীগের নেতাদের নাম দিয়ে কমিটি ঘোষণা করতেন না।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন তালুকদার বলেন, বিএনপির ইউনিয়ন কমিটিতে থাকতে যারা সিবি ও পরিচয়পত্রের কপি জমা দিয়ে পদ চেয়ে আবেদন করেছেন তাদেরকে পদ দেয়া হয়েছে।