গৌরনদী
গৌরনদীতে শিশু ধর্ষনের ঘটনায় তিন তরুনকে আসামি করে মামলা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামে শিশু গনধর্ষনের ঘটনায় বুধবার রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। নির্যাতিতা শিশুটি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এজাহারের বর্ননাা ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের হতদরিদ্র এক দিন মজুর প্রতিবন্ধির কন্যা ও পশ্চিম ডুমুরিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী (৭)কে চকলেট দেয়ার কথা বলে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ডেকে নেন একই উপজেলার ডুমুরিয়া গ্রামের খলিল ফকিরের বখাটে পুত্র মাহাবুব ফকির (১৮)। এ সময় পশ্চিম ডুমুরিয়া কমিউিনিটি ক্লিনিকের নির্মানাধীন একতলা একটি ভবনের মধ্যে নিয়ে মাহাবুব জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনা দেখে একই গ্রামের সিদ্দিক বেপারীর পুত্র রফিকুল ইসলাম (১৭) ও তার বন্ধু ডুমুরিয়া গ্রামের আমীর সরদার (১৮)। তারা দুজনে মুঠোফোনে ধর্ষনের ভিডিও ধারন করে তা দিয়ে জিম্মি করে পরবর্তিতে শিশুটিকে তরিকুলও ইসলাম আমীর সরদার ধর্ষন করে। শিশুটি অসুস্থ্য হয়ে পরলে ধর্ষকরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
স্থাণীয়রা অসুস্থ্য শিশুটিকে দেখতে পেয়ে তার বাবাকে খবর দেন এ সময় বাবা মেয়েকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাতে শিশুটিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে মাহাবুব ফকির, তরিকুল ইসলাম ও আমীর সরদার পলাতক রয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, শিশু গনধর্ষনের ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে মাহাবুব ফকির (১৮), রফিকুল ইসলাম (১৮) ও আমীর সরদারকে (১৭) আসামি করে বুধবার গৌরনদী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। নির্যাতিতা শিশু বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।