গৌরনদী
আগৈলঝাড়ায় পর্নোগ্রাফী মামলার আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে এক তরুনীর গোসলের ভিডিও মুঠোফোনে ধারন করে দুই লাখ টাকা চাদা দাবির মামলায় সোমবার রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেনকে আগৈলঝাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ওই দিন আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে। এ নিয়ে মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের মোঃ আজাদ কাজীর ছেলে কাজী বিফোর (২২) একই গ্রামের তরুনীর (১৯) গোসলের নগ্ন ভিডিও গোপনে মুঠোফোনে ধারন করে রেখে তরুনীর ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাকে ডেকে পাঠান এবং কু- প্রস্তাব দেন। তরুনী কাজী ফিরোজ হোসেনের কথায় রাজি না হওয়ায় দুই লাখ টাকা চাদা দাবি করে। দুই লক্ষ টাকা দিতে রাজি হওয়ায় ফিরোজ অশ্লীল ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে হুমকি দেন । তরুনী এজাহারে আরো উল্লেখ্য করেন, এ ঘটনায় সে রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও সদস্য কাজী তুষার হোসেনের কাছে বিচার দিলে তারা কাজী ফিরোজের বিচার না করে ফিরোজের পক্ষ নিয়ে তাকে (তরুনীকে) নানান ভয়ভীতি দেখিয়ে উল্টো হুমকি দেন। তরুনী আরো বলেন, এ ঘটনায় আমি রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও সদস্য কাজী তুষার হোসেনের কাছে বিচার দিলে তারা কাজী ফিরোজের বিচার না করে তাকে সহায়তা করে আমাকে নানান ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন এবং প্রমান (ভিডিও) নষ্ট করেন। রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হুমকি দেইনি। আমাকে অহেতুক ঘটনায় জড়ানো হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে বুধবার রাতে কাজী বিফোর প্রধান আসামি ও রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও সদস্য কাজী তুষার হোসেনের নাম উল্লেখ করে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। সোমবার নিজ বাড়ি থেকে এজাহার নামীয় অসামি রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।