Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পৌর আওয়ামীলীগ নেতার বাড়িতে রহস্যজনক বিস্ফোরন, আহত-২

    | ০৫:৫২, জুলাই ১০ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিকুর রহমান ওরফে শামীমের গোবর্দ্ধন গ্রামের বাড়িতে পরিত্যক্ত একটি ঘরে রোববার দুপুরে বিকট শব্দে এক বিস্ফোরন ঘটে। এতে এলাকায় আতংক দেখা দেয়। ঘটনার পর পর পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নিলেও সাধারন মানুষকে ঢুকতে দেয়া হয়নি। বোমা বানাতে গিয়ে, না মজুদ বোমার বিস্ফোরন ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতার দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটেছে। তবে গ্যাস সিলিন্ডার থাকার কোন আলামাত পাওয়া যায়নি। আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতরভাবে আহত হৃদয় হোসেন ওরফে রিফাত মৃধা (২২) নামে এক তরুনের অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় লোকজন ও এলাকাবাসি জানান, বরিশালের গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিকুর রহমান ওরফে শামীমের গোবর্দ্ধন গ্রামের বাড়িতে তার চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত একটি ঘরে রোববার দুপুর সোয়া একটার দিকে বিকট শব্দে এক বিস্ফোরন ঘটে। ঘটনার পর গ্রামের সাধারন মানুষের মধ্যে এক ধরনের আতংক দেখা দেয়। গ্রামবাসি পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছেন। পরবর্তিতে পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। এ সময় গ্রামের উৎসুক মানুষ ঘটনাস্থলেই ঢোকার চেষ্টা করলে তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসি জানান, বোমার বিস্ফোরন ঘটেছে তা নিশ্চিত। তবে বোমা বানাতে গিয়ে না মজুদ বোমার বিস্ফোরন ঘটেছে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নিখিল চন্দ্র বলেন, দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা সামান্য আহত এক তরুন গুরুতরভাবে আহত বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকার মোঃ সোহেল মৃধার ছেলে হৃদয় হোসেন রিফাতকে (২২) হাসপাতালে রেখে চলে যান। রিফাতের শরীরের ৮০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিকুর রহমান ওরফে শামীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে ঘরে ঘটনা ঘটেছে সেটি আমার চাচাতো ভাইয়ের ঘর। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে শুনেছি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরন ঘটেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জেলার একটি সভায় আছেন বলে জানান। ঘটনাস্থলে উপস্থিত গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম বলেন, বিস্ফোরনের পরপর পুলিশ র‌্যাবসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিসের বিস্ফোরন ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বরিশাল জেলা একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বোমার বিস্ফোরন ঘটেছে এটা নিশ্চিত তবে বোমা তৈরী না মজুদ বোমা তার রহস্য উদঘাটনে কাজ চলছে।

    Post Views: ১৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভাইয়ের বিরুদ্ধে দেড়শ বছরের দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ
    • গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে চিকৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা \ বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে হামলা ভাঙচুর
    • ওয়াজ মাহফিলে জামায়াতকে ভোট দিবেন না বলায় মুসুল্লীদের প্যান্ডেল ত্যাগ
    • গৌরনদীতে দুলাল রায় দুলু’র শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ ‎
    Top