গৌরনদী
আগৈলঝাড়ায় পর্নোগ্রাফী মামলার প্রধান আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে এক যুবকের বিরুদ্ধে এক তরুনীর গোসলের ভিডিও মুঠোফোনে ধারন করে দুই লাখ টাকা চাদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় পর্নোগ্রাফী আইনের একটি মামলা দায়ের করেছে। ওই রাতে পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও ভূক্তভোগীর অভিযোগে জানা গেছে, সম্প্রতি সময়ে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের এক তরুনীর (১৯) গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রামে বিয়ে হয়। গত সোমবার ওই তরুনী বাবার বাড়ি ভাল্লুকসীতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে গৃহবধূ বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে পরিধেয় বস্ত্র বদলের সময় একই গ্রামের মোঃ আজাদ কাজীর ছেলে, তরুনীর চাচাতো ভাই কাজী ফিরোজ হোসেন (৩৫) গোপনে ওই গৃহবধূর গোসল করা ও কাপড়চোপর পাল্টানোর নগ্ন ভিডিও দৃশ্য নিজের মুঠোফোনে ধারন করে এবং ওই দিন রাতে তরুনীর ম্যাসেঞ্জারে প্রেরন করে তার সাথে (ফিরোজের) দেখা করতে বলেন। তরুনী অভিযোগ করে বলেন, কাজী ফিরোজের কথায় তার সাথে আমি দেখা করতে রাজি না হলে আমার কাছে দুই লাখ টাকা চাদা দাবি করে। আমি দুই লক্ষ টাকা দিতে রাজি হওয়ায় ফিরোজ অশ্লীল ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আমাকে হুমকি দেন । পরে আমি বিষয়টি স্বামী, আমার বাবা-মাসহ পরিবারের অভিভাবকের কাছে খুলে বলি। তরুনী আরো বলেন, এ ঘটনায় আমি রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও সদস্য কাজী তুষার হোসেনের কাছে বিচার দিলে তারা কাজী ফিরোজের বিচার না করে তাকে সহায়তা করে আমাকে নানান ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।
অভিযোগের ব্যাপারে কাজী ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে প্রতিবেদকের পরিচয় পাওয়া মাত্র সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তিতে ফোন বন্ধ পাওয়া যায়। রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হুমকি দেইনি। আমাকে অহেতুক ঘটনায় জড়ানো হয়েছে। সদস্য তুষার হোসেনকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে বুধবার রাতে কাজী ফিরোজ হোসেনকে (৩৫) প্রধান আসামি ও রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও সদস্য কাজী তুষার হোসেনের নাম উল্লেখ করে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ বুধবার রাতে প্রধান আসামি ফিরোজকে গ্রেপ্তার বৃহস্পতিবার বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।