গৌরনদী
স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদকঃ স্ত্রীকে মেনে না নেওয়ায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা করায় শিউলি বেগম (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। আহত শিউলি বেগম বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের সালাম ফকিরের মেয়ে।
হাসপাতালে চিকিৎসাধীন অহত শিউলি বেগম বৃহস্পতিবার দুপুরে অভিযোগ করে বলেন, চার বছর প্রেমের সম্পর্কের পর গত দেড় মাস পূর্বে সুন্দরদী মহল্লার হানিফ ঘরামীর ছেলে জাফর ঘরামীর সাথে পাঁচ লাখ টাকা রেজিষ্ট্রি কাবিনমূলে তার বিয়ে হয়। বিয়ের বিষয়টি মেনে নিতে পারছিলোনা জাফরের পরিবার। ফলে বিয়ের পরপরই আমাকে ভাড়া বাসায় রেখে পালিয়ে যায় জাফর। পরবর্তীতে স্বামী জাফর ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাত আটটার দিকে সুন্দরদী এলাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে জাফর ও তার সহযোগীরা। এ বিষয়ে জানতে অভিযুক্ত জাফরের ০১৮৪৯৬৮০৮৫৮ নাম্বারে একাধিকবার কল করা হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি। অপরদিকে বুধবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড কসবা এলাকায় মিলন সরদার নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। মূমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।