গৌরনদী
নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভবনা -সচিব নাজমা
নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেছেন, নারীদের উন্নয়ন ছাড়া একটা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভবনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রুপান্তিত হবে। এক্ষেত্রে নারীরা এগিয়ে না গেলে দেশ এগুতে পারবেনা। তাই নারী উন্নয়ন নীতির মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শনিবার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে তিনি আরও বলেন, পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব শাহনাজ বেগম নীনা, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ভারপপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাহান আরা শেলী। বৈঠকে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।


