গৌরনদী
গৌরনদীতে অগ্নিকান্ডে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মিভূত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নলচিড়া বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পুর্নভাবে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।
গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মহিদুল ইসলাম জানান, উপজেলা ঐতিহ্যবাহী নলচিড়া বাজারের জননী ইলেকট্রনিক ও স্যানাটারির দোকানের বৈদ্যুতিক সকসার্কিট থেকে মঙ্গলবার রাত আনুমানিক আড়াই টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ইতোমধ্যে জননী ইলেকট্রনিক ও স্যানাটারির দোকানটি সম্পুর্নভাবে ভস্মীভূত হয়। তবে সময়মত পৌছানোর কারনে বাজারের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠাগুলো রক্ষা পান। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুস সালাম চুন্ন বলেন, মুহুর্তের মধ্যে আগুনে মোর সব শেষ হইয়া গেল, কি দিয়া বাচমু । ধার দেনা কইররা দোকানটি দাড় করছিলাম মোর সব শেষ, এ্যাহন মুই পথের ফকির।