গৌরনদী
গৌরনদী পৌর বিএনপি নেতার মৃত্যু, বিভিন্ন মহলে শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী পৌর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক দিলিপ শীল (৫৬) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি চরগাধাতলী গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে দিলিপ শীল স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল -১ আসনের সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় র্কানির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা উত্তর বিএনপির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ব-বিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের সাবেক এজি,এস এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলাল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ হান্নান শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি এস,এম, মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, সরিকল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, মাহিলাড়ার সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, রাজিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী তাসলিমা বেগম, বিএনপি নেতা পান্না খান, হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের গৌরনদী উপজেলা সভাপতি ও বরিশাল সদর উত্তর বিএনপি সদস্য দুলু রায়, হিন্দু, বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের গৌরনদী উপজেলা সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য, বরিশাল উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সাবেক আহবায়ক মোল্লা মাহফুজ, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের সভাপতি নান্না খান, সাধারন সম্পাদক জামাল হাওলাদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল, সদস্য সচিব মোঃ মশিউর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আবুল কালাম, সদস্য সচিব আব্দুল জব্বার খান। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দিলিপ শীলের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।