Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ মানববন্ধন ও স্বারকলিপি পেশ

    | ১৮:৪১, জানুয়ারি ৩১ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে ও চার দফা বাস্তবায়নের দাবিতে সোমবার ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী কলেজ ও স্কুলের সামনে মহাসড়ক অবরোধ ও ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। অবরোধ, মানববন্ধন ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

    স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা জানান, গত ২৬ জানুয়ারি সকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র অন্তর মৃধা, রেদওয়ান ফকির ও মোঃ শান্ত একটি মটরসাইকে যোগে করোনা ভাইরাসের টিকা গ্রহনের জন্য গৌরনদী সদরে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে বরগুনার পাথরঘাটা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা চট্রগ্রামগামি বলেশ^র পরিবহন তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র অন্তর মৃধা, রেদওয়ান ফকির মারা যায়। মোঃ শান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বার্থী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থী লাদেন প্যাদা, মেহেদী হাসান ও মোঃ ইয়াসিন বলেন, মহাসড়কে স্পীড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যানবাহন চলাচল করায় স্কুল ও করেজের দূর্ঘটনা লেগেই থাকে। দূর্ঘটনা নিয়ন্ত্রনে বার বার দাবি করা সত্বেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বেল্লাল হোসেন জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয় ও বার্থী কলেজের সামনে স্পীড ব্রেকার নির্মান, মোড়ে মোড়ে বিভিন্ন সাংকেতিক চিহ্নর নির্দেশনা দেয়া, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ ও আহত স্কুল ছাত্র শান্তর চিকিৎসার ব্যায়ভার মালিক সমিতির বহন করার দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহা-সড়কের বার্থী কলেজ ও স্কুলের সামনে অবরোধ, ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ পালন করেছে শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ করায় মহা-সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এক ঘন্টা ঝানঝটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়। দুপুর পোনে ১২টায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে চার দফা বাস্তবায়নের আশ্বাস দিয়ে মহা-সড়ক অবরোধ প্রত্যাহার করে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ^াসের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ^াস স্বারকলিপ গ্রহনের কথা স্বীকার করে বলেন, দাবিগুলো বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সুপারিশসহ সড়ক ও জনপথ, উর্ধতন প্রশাসন ও মালিক সমিতির কাছে কাছে পত্র প্রেরন করা হয়েছে।

     

    Post Views: ৩৯৭

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • ২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন
    • গৌরনদী ইউএনও অফিসে  ইউপি সদস্যদের উপর হামলা,   বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে মামলা ও প্রশাসনের জিডি
    • গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ায়  সদস্যদের উপর হামলা, আহত-৪
    • গৌরনদীর ৬ ইউপি চেয়ারম্যনকে অপসারনের দাবিতে বিএনপির বিক্ষোভ-মানবন্ধন
    • গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও চিকিৎসক নিহত
    • গৌরনদীর নলচিড়া ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে ১১ সদস্যর অনাস্থা
    • কারাগারে রাজকীয় জীবনযাপন আওয়ামী লীগ নেতার \ বিএনপি’র বিক্ষোভ
    Top