গৌরনদী
আগৈলঝাড়ায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে এডিশনাল ডিআইজির সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে বুধবার রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল রেঞ্জের এডিশনাল ডিআইজি একেএম এহসানুল্লাহ । এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন প্রমুখ।