গৌরনদী
সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরন
নিজস্ব প্রতিবেদক, মহামারী করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পরেও বিভিন্ন দেশে আবার নতুন করে করোনা দেখা দেওয়ায় সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদী উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রোববার আগাম মাক্স বিতরন করা হয়।
এ উপলক্ষে নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ তাজনেহা। প্রধান অতিথি ছিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস,এম, মহিউদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আরিফুর রহমান, স্থানীয় কমিটির সভাপতি আব্দুস সাত্তার, চাদশী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরীফ আমির হোসেন (নাছিম), বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মাসুদ হাসান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল রায়।