গৌরনদী
বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ “কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামি প্রজন্মের সুরক্ষা” এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রদিপাদ্য বিষয় শ্লোগানকে সামনে রেখে গৌরনদীতে গতকাল বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস ২০১১৬ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বর্নাঢ্য র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে উপজেলা কর্মকর্তা শাহ্ মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশুতোষ গৌতম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বিশিস্ট চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান, রিপোর্টাসর্ ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, প্রেসক্লাব সহ-সম্পাদক এম, আলম, সাবেক পৌর কাউন্সিলর জামাল বাচ্চু, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা লৎফুন নেছা, ইউপি সদস্য মোঃ খায়রুল হাসান খোকন। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সহকারী হেলেনা সরদার, শিরিন মমতাজ, মোঃ ওয়ারিশ জমদ্দার প্রমুখ।